হার্টবিটডেস্ক
বিশ্বখ্যাত ফার্মাসিটিউক্যাল কোম্পানি মর্ডানার সিইও স্টিফেন ব্যানসেল বলেছেন, মর্ডানা এখন ওমিক্রন প্রতিরোধক বুস্টার শট তৈরির কাজ করছে। সম্প্রতি ইউরোপে নতুন করে ভাইরাসটির সংক্রমণ বৃদ্ধির পরই এমন ঘোষণা দিলো কোম্পানিটি। খবর আল জাজিরার।
মঙ্গলবার (১১ জানুয়ারি) মর্ডানার সিইও স্টিফেন ব্যানসেল এক ঘোষণায় বলেন, ওমিক্রন প্রতিরোধক বুস্টার শট ক্লিনিক্ল্যাল ট্রায়ালের জন্য প্রস্তুত, আগামী সেপ্টেম্বরের মধ্যেই নতুন টিকা বাজারজাত করতে পারবো বলে আশা করছি।
তিনি আরও বলেন, আমাদের গবেষণায় দেখা গেছে মর্ডানার প্রচলিত যে বুস্টার শটটি রয়েছে সেটি ওমিক্রন-৩৭ এর বিরুদ্ধে ৫০ ভাগ ইমিউনিটি তৈরি করতে পারছে। এজন্য, আমাদের গবেষক দল পূর্বের শটটিকে দ্বিতীয়বার প্রয়োগ করার সিদ্ধান্ত নিয়েছেন।
Discussion about this post