হার্টবিটডেস্ক
করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের জেরে যুক্তরাষ্ট্রে হাসপাতালে রোগীদের ভর্তির হার ব্যাপকভাবে বেড়েছে। স্থানীয় সময় সোমবার দেশটিতে রেকর্ড সংখ্যক রোগী ভর্তি হয়েছেন।
বার্তাসংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ওমিক্রন সংক্রমণের জেরে দেশটির কয়েকটি অঙ্গরাজ্যে স্বাস্থ্য ব্যবস্থা অনেকটাই ভেঙ্গে পড়েছে।
বর্তমানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন হাসপাতালে রেকর্ড ১ লাখ ৩২ হাজার ৬৬৪ জন কোভিড-১৯ আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এর আগে গত জানুয়ারিতে ১ লাখ ৩২ হাজার ৫১ জন রোগী যুক্তরাষ্ট্রের হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
গত মাস (ডিসেম্বর) থেকে ক্রমেই যুক্তরাষ্ট্রে হাসপাতালে ভর্তির হার বাড়তে শুরু করে। ওই মাসের শেষ তিন সপ্তাহে করোনা সংক্রমণ বেড়েছে ব্যাপকভাবে।
এ সময়ে ডেল্টাকে ছাড়িয়ে ওমিক্রন যুক্তরাষ্ট্রে করোনার প্রধান ধরন হিসেবে আত্মপ্রকাশ করে। এর জেরে দেশটিতে লাফিয়ে বাড়তে থাকে সংক্রমণ ও হাসপাতালে ভর্তি।
রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রে হাসপাতালে ভর্তি সবচেয়ে বেশি দিলাওয়ার, ইলিনোইস, মাইনি, ম্যারিল্যান্ড, মিসৌরি, ওহিয়ো, পেনিসিলভানিয়া, পুয়ের্তো রিকো, ইউএস ভার্জিন আইল্যান্ডস, ভেরমন্ট, ভার্জিনিয়া, ওয়াশিংটন ডিসি ও উইসকনসিনে।
ওমিক্রন ডেল্টার চেয়ে কিছুটা কম ভয়ঙ্কর হলেও এ রোগটি হাসপাতালে ভর্তি বাড়িয়ে দিচ্ছে। এতে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ব্যবস্থা আবারও চরম সংকটের মুখে পড়েছে।
Discussion about this post