হার্টবিটডেস্ক
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অধীনে কর্মরত ১৬ সহকারী অধ্যাপককে সহযোগী অধ্যাপক পদে পদায়ন করা হয়েছে।
রোববার (৯ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসেনল-১ অধিশাখার উপসচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের ০৫ মে ২০২১ তারিখের ০৫.০০.০০০.১৪৬.৪৫.০২৫.১৮-১৯৮ নং স্বারকে উল্লেখিত নির্দেশনা অনুযায়ী দেশের বিভিন্ন মেডিকেল কলেজের বেসিক সাবজেক্টসমূহের বিদ্যমান শূণ্য পদ পূরণ করে একাডেমিক কার্যক্রম চলমান রাখার জন্য বিসিএস(স্বাস্থ্য) ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে সহযোগী অধ্যাপকের চলতি দায়িত্ব প্রদানপূর্বক পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত পদে ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো।’
এতে আরও বলা হয়েছে, বদলি/পদায়নকৃত কর্মকর্তাগণ আগামী ০৩ (তিন) কর্মদিবসের মধ্যে বদলি/পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন অন্যথায় ৪র্থ কর্মদিবসের মধ্যে stand relesed বলে গণ্য হবেন।’
রাষ্ট্রপতির আদেশে জনস্বার্থে জারিকৃত করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
আদেশের অনুলিপি সদয় অবগতি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্নসচিব, মন্ত্রীর একান্ত সচিব, অধ্যক্ষ/পরিচালক, সচিবের একান্ত সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালকসহ সংশ্লিষ্ট সকল বিভাগ ও কর্মকর্তাদের পাঠানো হয়েছে।
Discussion about this post