হার্টবিটডেস্ক
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আরো সাতজন। গতকাল ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ২ জন। অর্থ্যাৎ আজ তিনগুণেরও বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।আক্রান্তদের মধ্যে চারজন ঢাকার এবং বাকি তিনজন বিভিন্ন জেলার বাসিন্দা।
নতুন বছরের ৯ দিনে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭১ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ জন। চিকিৎসাধীন ৪৩ জন। এর মধ্যে ঢাকার ২৮ জন। অন্য বিভাগের ১৫ জন।
রোববার (৯ জানুয়ারি) বিকেলে সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে কারো মৃত্যু হয়নি। ফলে এ বছর এখনো ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি।
গত বছর বিভিন্ন সময়ে ডেঙ্গুতে মারা গেছেন ১০৫ জন। এরমধ্যে জুলাইয়ে ১২ জন, আগস্টে ৩৪ জন, সেপ্টেম্বরে ২৩ জন, অক্টোবরে ২২ জন, নভেম্বরে ৭ জন এবং ডিসেম্বরে ৭ জন মারা যান।
প্রসঙ্গত, গত বছর বিভিন্ন সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ২৮ হাজার ৪২৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফেরেন ২৮ হাজার ৩২৪ জন।
বছরের শুরুতে জানুয়ারি মাসে ডেঙ্গুতে আক্রান্ত হন ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে ৩ জন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭২ জন আর জুলাইয়ে আগের সব রেকর্ড ভেঙে শনাক্ত হয় ২ হাজার ২৮৬ জন ডেঙ্গু রোগী।
এরপর আগস্টের মাত্র ১০ দিনেই ডেঙ্গু জুলাইয়ের রেকর্ড ভাঙে। পুরো মাসে আক্রান্ত হন সাত হাজার ৬৯৮ জন।
আগস্টের রেকর্ড ছাড়ায় সেপ্টেম্বর। সে মাসে বিভিন্ন সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৭ হাজার ৮৪১ জন। এরপর অক্টোবরে ৫ হাজার ৭৪৬ জন বিভিন্ন সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হন। নভেম্বরে ডেঙ্গুতে আক্রান্ত হন ৩ হাজার ৫৬৭ জন। ডিসেম্বরে ১ হাজার ২০৭ জন।
২০১৯ সালে দেশে ডেঙ্গু মারাত্মক আকার ধারণ করায় এক লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছিলেন। পরের বছর ২০২০ সালে তা অনেকটা কমে আসায় হাসপাতালগুলো ১ হাজার ৪০৫ জন ডেঙ্গু রোগী পেয়েছিল।
Discussion about this post