হার্টবিট ডেস্ক
টাকা ছাড়া লাশ না দেয়ার অভিযোগ ওঠা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) মর্গের সেই স্টাফের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে চমেক কর্তৃপক্ষ। সমীরন নাথ নামের ওই স্টাফকে সতর্ক করার পাশাপাশি তার ১৫ দিনের বেতন কেটে রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
গত ১ জানুয়ারি এ সিদ্ধান্ত নেয়া হয় জানিয়ে চমেক অধ্যক্ষ প্রফেসর ডা. সাহেনা আক্তার বলেন, শাস্তিমূলক ব্যবস্থার পাশাপাশি তার কাছ থেকে লিখিত মুচলেকা নেয়া হয়েছে।
প্রসঙ্গত, ট্রেনে কাটা পড়ে মারা যাওয়া পটিয়ার হরিখাইন এলাকার আব্দু্ন নুরের মরদেহ পোস্টমর্টেমের জন্য চমেক মর্গে নেয়া হয়। নিয়ম অনুযায়ী পোস্টমর্টেম শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করার কথা। কিন্তু পোস্টমর্টেম শেষে টাকা ছাড়া লাশ না দেয়ার অভিযোগ ওঠে সমীরন নাথ নামে মর্গের এক স্টাফের বিরুদ্ধে। তার বিরুদ্ধে অভিযোগ, লাশ নিয়ে যেতে চাইলে স্বজনদের কাছ থেকে দশ হাজার টাকা দাবি করেছেন তিনি। টাকা ছাড়া লাশ নিয়ে যেতে দেননি।
এ নিয়ে গত ৩০ ডিসেম্বর দৈনিক আজাদীতে ‘চমেক মর্গ/টাকা ছাড়া লাশ না দেয়ার অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ১ জানুয়ারি সমীরন নাথের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল চমেক কর্তৃপক্ষ।
Discussion about this post