হার্টবিটডেস্ক
জেলা পরিবর্তন করে বুস্টার ডোজের টিকা গ্রহণ করতে পারবেন ভিন্ন জেলায় অবস্থানরত নাগরিকরাও। আজ মঙ্গলবার (৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে সারাদেশে স্বাস্থ্য প্রশাসকদের কাছে পাঠানো এক চিঠিতে এ কথা বলা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের এমএনসিএন্ডএএইচ বিভাগের পরিচালক ও লাইন ডিরেক্টর ডা. মো. শামসুল হক স্বাক্ষরিত ওই চিঠিতে আরও বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয়ের আলোকে আপনাদের সকলের সদয় অবগতি ও যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য জানানো যাচ্ছে যে, বিভিন্ন কারণেই ভ্যাকসিন গ্রহীতাদের অনেকের পক্ষেই কোভিড-১৯ এর প্রথম ও দ্বিতীয় ডোজ প্রাপ্তির স্থান হতে বুস্টার ডোজ গ্রহণ করা সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় ভিন্ন জেলায় অবস্থানকালে জেলা পরিবর্তন করে ওই জেলার যেকোনো ভ্যাক্সিনেশন কেন্দ্র হতে বুস্টার ডোজের ভ্যাকসিন প্রদান করা যাবে। তবে একই জেলার মধ্যে কেন্দ্র পরিবর্তনের ক্ষেত্রে উল্লিখিত নির্দেশনাটি প্রযোজ্য নয়।’
‘উল্লেখ্য যে, বুস্টার ডোজের ভ্যাকসিনেশন কার্ড প্রদর্শন সাপেক্ষে বুস্টার ডোজ প্রদান করতে হবে এবং কিউআর কোড স্ক্যান করে তথ্য সুরক্ষা ওয়েব পোর্টালে হালনাগাদ করতে হবে। ইতোমধ্যে প্রদত্ত ভ্যাকসিনের যে সকল তথ্যাদি সুরক্ষা পোর্টালে হালনাগাদ করা হয়নি, তা অবিলম্বে হালনাগাদ করার জন্য অনুরোধ করা হলো’, উল্লেখ করা হয় চিঠিতে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলমের অনুমোদনক্রমে চিঠিটি সকল বিভাগের পরিচালক (স্বাস্থ্য), সকল সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, সকল জেলা সিভিল সার্জন, সকল সরকারি জেনারেল হাসপাতাল, জেলা সদর হাসপাতাল, ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উপপরিচালক, তত্ত্বাবধায়ক, সুপারিন্টেন্ডেন্ট ও সহকারী পরিচালকের কাছে পাঠানো হয়েছে।
Discussion about this post