হার্টবিটডেস্ক
৩৯তম বিসিএসে দ্বিতীয় পর্যায়ে নিয়োগের পর করোনা হাসপাতালে পদায়িত চিকিৎসকদের স্নাতকোত্তর কোর্সে অধ্যয়নের জন্য প্রেষণ মঞ্জুরের লক্ষ্যে উপজেলায় চাকরির মেয়াদ এক বছর কমিয়েছে সরকার।
রোববার (২ জানুয়ারি) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।
এতে বলা হয়েছে, ‘এতদ্বারা ২৯তম বিসিএস (দ্বিতীয় পর্যায়) নিয়োগপ্রাপ্ত কোভিড ডেডিকেটেড হাসপাতালে পদায়িত চিকিৎসকগণের স্নাতকোত্তর কোর্সে অধ্যয়নের জন্য প্রেষণ মঞ্জুরের ক্ষেত্রে উপজেলা পর্যায়ের চাকরিকাল ০১ (এক) বছর প্রমার্জন করা হলো। তবে এ প্রমার্জন ভবিষ্যতে অনুরূপ ক্ষেত্রে নজির হিসেবে ব্যবহৃত হইবে না।’
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এর অনুলিপি সদয় অবগতি ও কার্যার্থে দেশের সকল মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব (চিকিৎসা শিক্ষা) এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।
Discussion about this post