হার্টবিট ডেস্ক
নিউরো স্পাইন সোসাইটি অব বাংলাদেশের সভাপতি নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিউরো সার্জারি বিভাগের ডিন ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন।
আর জেনারেল সেক্রেটারি নির্বাচিত হয়েছেন ঢাকা মেডিকেল কলেজের নিউরো সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
গত ৩০ ডিসেম্বর বিএসএমএমইউয়ের নিউরো সার্জারি বিভাগের লেকচার হলে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ভোট প্রদান করেন সারাদেশের ১৭১ জন নিউরো সার্জন।
নিউরো স্পাইন সোসাইটি অব বাংলাদেশের এ নির্বাচনে বিজয়ী অন্যান্যরা হলেন- সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মো. কামাল উদ্দিন, ট্রেজারার ডা. এটিএম আসাদুল্লাহ, জয়েন্ট সেক্রেটারি ডা. মো. আতিকুর রহমান, সাইন্টিফিক সেক্রেটারি ডা. মুনসুর আহম্মেদ, প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি ডা. মো. ফরিদ রায়হান।
এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হলেন- অধ্যাপক আবুল খায়ের, ডা. মোহাম্মদ শাহনেওয়াজ বারী, ডা. মো. জয়নুল ইসলাম ইজমা আযম এবং ডা. দেওয়ান শামসুল আসিফ।
নির্বাচিত সভাপতি মোহাম্মদ হোসেন বাংলাদেশকে আধুনিক নিউরো সার্জিক্যাল এবং স্পাইনাল নিউরো সার্জারি স্বাস্থ্য সেবা চালু করার ওপর গুরুত্ব আরোপ করেন।
Discussion about this post