হার্টবিট ডেস্ক
সারাদেশে গতকাল বছরের প্রথম দিন ৮ লাখ ৭৮ হাজার ৭৯৪ ডোজ টিকা দেওয়া হয়েছে। আর এখন পর্যন্ত ৩৬ লাখ ৩৯ হাজার ১৫০ স্কুল শিক্ষার্থী টিকার প্রথম ডোজ পেয়েছে। আর দ্বিতীয় ডোজ পেয়েছে ৩ লাখ ৭১ হাজার ৯১০ জন।
গত ১ নভেম্বর রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের নবম শ্রেণির দুই শিক্ষার্থীকে টিকা দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়।
শনিবার (১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।
শিক্ষার্থীসহ আজ প্রথম ডোজ দেওয়া হয়েছে ৪৪ হাজার ৫৪০ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৫ লাখ ৬৪ হাজার ৭৯৫ জনকে। আর আজ ২ লাখ ১ হাজার ৮১০ জন শিক্ষার্থীকে প্রথম ডোজ দেওয়া হয়েছে এবং ১১ হাজার ৬৬৫ জন নিয়েছেন দ্বিতীয় ডোজ।
এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৭ কোটি ৪১ লাখ ৬২২ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৫ কোটি ২৩ লাখ ৬৫ হাজার ৮৪৭ জন।
এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, সিনোভ্যাক, ফাইজার এবং মডার্নার টিকা।
Discussion about this post