হার্টবিট ডেস্ক
শীত মানেই পিঠার উৎসব। কিন্তু ব্যস্ত শহরে এই পিঠার স্বাদ পেতে দ্বারস্থ হতে হয় পিঠার দোকানে। তাই বাঙালির ঐতিহ্যকে ধরে রাখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ শিক্ষক (চমেক) সমিতি আয়োজনে পিঠা উৎসব ও বর্ষবরন ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (০১ জানুয়ারি) চমেকের বাস্কেটবল গ্রাউন্ডে এ পিঠা উৎসব উদ্বোধন করেন চমেক অধ্যাক্ষ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. সাহেনা আক্তার। সকাল ৯টায় শুরু হওয়া এ উৎসব শেষ হয় দুপুর ১২টায়।
এ সময় চমেকের প্রাক্তন অধ্যক্ষবৃন্দ, অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষকবৃন্দ, শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহন করেন পিঠা উৎসবে। ঘুরে ঘুরে পরির্দশনের পাশপাশি নানানসব বাহারি পিঠার মজা উপভোগ করেন তারা।
উৎসবের এক প্রান্তে বসে সাংস্কৃতিক আসর। সেখানে চিকিৎসক শিল্পীরা পরিবেশন করে দেশীয় নানা গান। এক দিকে গানের সুর আর অন্য দিকে পুরোনো অনেক বন্ধু, সহপাঠি, শিক্ষক ও সহকর্মীদের সাথে দেখা মেলার সাথে সাথে আনন্দ উপভোগ করেন চিকিৎসকরা। পিঠা উৎসবের এ সময়টা যেন প্রিয়জনদের মিলন মেলায় পরিণত হয়। অনেকে দল বেঁধে সেলফি তোলাতেও মেতে উঠেন। এ উৎসব প্রাণের উৎসব হওয়ায় বেশ খুশি সবাই। বাঙালির ঐতিহ্যবাহী পিঠা উৎসব যাতে হারিয়ে না যায়; তাই এ ঐতিহ্যকে ধরে রাখতে প্রতি বছর নিয়মিতভাবে পিঠা উৎসবের আয়োজন করা হবে বলেও জানান শিক্ষক সমিতির নেতারা।
Discussion about this post