হার্টবিট ডেস্ক
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় দুই জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বুধবার (২৯ ডিসেম্বর) সকাল ৮টার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মৃতদের মধ্যে এক জনের বাড়ি রাজশাহীতে এবং অন্যজনের কুষ্টিয়া জেলায়। দু’জনই করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। মৃতরা পুরুষ এবং তাদের বয়স ৪১ থেকে ৬০ বছরের মধ্যে।
আজ (বুধবার) রামেক হাসপাতালের করোনা ইউনিটে ১০৪ শয্যার বিপরীতে রোগী ভর্তি রয়েছেন ২৮ জন। একদিন আগেও একই সংখ্যক রোগী ছিলেন। বর্তমানে রাজশাহীর ১২ জন, চাঁপাইনবাবগঞ্জের পাঁচজন, নওগাঁর তিনজন, নাটোরের চারজন, পাবনার দুইজন এবং কুষ্টিয়ার দুইজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে করোনা পজিটিভ রোগী ভর্তি রয়েছেন ৭ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৯ জন।
এদিকে, রাজশাহী মেডিক্যাল কলেজের ল্যাবে সর্বশেষ মঙ্গলবার ১৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে রাজশাহী জেলার সাতজন এবং জয়পুরহাট জেলার একজন করোনা পজিটিভ রোগী পাওয়া গেছে। পরীক্ষার অনুপাতে রাজশাহী জেলায় করোনা শনাক্তের হার ৫ দশমিক ৩৪ শতাংশ।
Discussion about this post