হার্টবিট ডেস্ক
যুক্তরাষ্ট্রে একদিনে করোনায় আরও ১৮১১ জনের মৃত্যু হয়েছে এবং শনাক্ত হয়েছেন ৩ লাখ ১২ হাজার ৯৩৯ জন।
বুধবার (২৯ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।
ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যানুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ কোটি ৩১ লাখ ৭৫ হাজার ৯৭৯ জনে। আর বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৪ লাখ ৩০ হাজার ৫২০ জনে।
করোনায় সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫ কোটি ৪১ লাখ ৪৮ হাজার ৫৪৪ জন এবং মারা গেছেন ৮ লাখ ৪২ হাজার ১৬১ জন।
ওই তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে ভারত। দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত ৩ কোটি ৪৮ লাখ ৮ হাজার ৬৭ জন এবং মারা গেছেন ৪ লাখ ৮০ হাজার ৩২০ জন।
তালিকার তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২২ লাখ ৫৪ হাজার ৭০৭ জন। তাদের মধ্যে মারা গেছেন ৬ লাখ ১৮ হাজার ৭২৩ জন।
তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে যুক্তরাজ্য, রাশিয়া, তুরস্ক, ফ্রান্স, জার্মানি, ইরান, স্পেন, ইতালি ও আর্জেন্টিনা।
তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ৩২ নম্বরে। দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ৮৮ হাজার ২৩ জন। তাদের মধ্যে মারা গেছেন ২৮ হাজার ৬২ জন। দেশে করোনায় আক্রান্ত হওয়ার পর সেরে উঠেছেন মোট ১৫ লাখ ৪৮ হাজার ৪৪ জন।
Discussion about this post