ডা. সজল আশফাক
সব বয়সেই নাক দিয়ে রক্ত পড়তে পারে। তবে বেশি বয়সে নাক দিয়ে রক্ত পড়লে এই ক্ষেত্রে বিশেষ কিছু কারণ থাকতে পারে।
বয়স বেশি হলে শিরা ও ধমনীর দেয়াল ভঙ্গুর হয়ে যায়, বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপ কিংবা বহুমূত্র রোগ থাকে। এই ভঙ্গুর অবস্থায় কোনো ধরনের শারীরিক চাপ ও উচ্চ রক্তচাপের কারণে নাকের রক্ত চলাচলের নালি ফেটে গিয়ে রক্ত পড়তে পারে।
করণীয়
এ ক্ষেত্রে বেশিরভাগ সময়ে রোগীকে সোজা করে বসিয়ে নাক ভালো করে ঝেড়ে নিয়ে, একটু সামনে ঝুঁকে বসে একটি ভেজা রুমালে বা নরম কাপড়ে কিছু বরফ কুচি নাকের উপর চেপে ধরে রেখে দিলে রক্ত পড়া সাধারণত বন্ধ হয়ে যায়।
যদি এই প্রক্রিয়ায় রক্ত পড়া বন্ধ না হয়, তবে নাক গজ দিয়ে প্যাক করে দিতে হয়। এ ছাড়া সব বয়সের ক্ষেত্রে আরো কিছু কারণ রয়েছে, যা থেকে নাক দিয়ে রক্ত পড়তে পারে। সেই সব কারণের মধ্যে রয়েছে- কয়েক ধরনের রক্তের ক্যানসার ( যেমন- লিউকোমিয়া), টাইফয়েড জ্বর, হাম, জল বসন্ত ইত্যাদি।
তবে এই সব কারণ অভিজ্ঞ নাক- কান- গলা বিশেষজ্ঞ ছাড়া সঠিকভাবে শনাক্ত করা কিছুটা কঠিন। তাই সব বয়সে নাক দিয়ে রক্ত পড়ার ব্যাপারে উপযুক্ত চিকিৎসকের পরামর্শক্রমে ব্যব্স্থা নেওয়া প্রয়োজন।
লেখক : সহযোগী অধ্যাপক, হলিফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল।
Discussion about this post