হার্টবিট ডেস্ক
দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৪৯৫ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এ সময় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৬৩ জনে।
আজ বুধবার (২৯ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮৫১টি করোনা পরীক্ষাগারে ২১ হাজার ৭৯টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে মোট ২০ হাজার ৯৩৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ১৪ লাখ ৫০ হাজার ১৪৮টি। পরীক্ষায় আরও ৪৯৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৮৪ হাজার ৫১৮ জনে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একদিনে মৃত ব্যক্তি একজন পুরুষ। তিনি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এদিকে এখন পর্যন্ত মৃতদের মধ্যে মোট ১৭ হাজার ৯৫২ জন পুরুষ (৬৩ দশমিক ৯৭ ভাগ) ও ১০ হাজার ১১১ জন নারী (৩৬ দশমিক ০৩ ভাগ) রয়েছেন।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৩৭২ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৪৮ হাজার ৪১৬ জনে।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার দুই দশমিক ৩৭ ভাগ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৮৪ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭২ ভাগ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৭৭ ভাগ।
Discussion about this post