হার্টবিট ডেস্ক
আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। সকাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), কুর্মিটোলা জেনালের হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এ ডোজ দেওয়া শুরু হয়।
পাশাপাশি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতাল, কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে বুস্টার ডোজ দেওয়া হচ্ছে।
প্রাথমিকভাবে রাজধানীতে অবস্থানরত ষাটোর্ধ্ব নাগরিক ও করোনার সম্মুখযোদ্ধাদের এ ডোজ দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে সারাদেশে এ ডোজ দেওয়া শুরু হবে।
প্রতিদিন কতজনকে বুস্টার ডোজ দেওয়া হবে তা এখনও জানানো হয়নি। তবে নিয়মিত টিকাদান কর্মসূচির প্রতি ৫ জনে ১ জন বুস্টার ডোজের জন্য ক্ষুদেবার্তা পাবেন বলে সূত্রে জানা গেছে।
স্বাস্থ্য প্রশাসন সংশ্লিষ্টরা জানিয়েছেন, কোনো ব্যক্তি যে কেন্দ্র থেকে আগে দুই ডোজ টিকা নিয়েছেন, তিনি সেই কেন্দ্র থেকেই বুস্টার ডোজ গ্রহণ গ্রহণ করবেন।
সোমবার (২৭ ডিসেম্বর) বিএসএমএমইউতে এক অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. লোক মান হোসেন মিঞা জানান, উপযোগী ব্যক্তিদের মুঠোফোনে বুস্টার ডোজ সংক্রান্ত ক্ষুদেবার্তা (এসএমএস) চলে যাবে।
দেশের সবাইকেই করোনার দুই ডোজ টিকা নিতে হবে জানিয়ে তিনি বলেন, ‘ ষাটোর্ধ্ব এবং সম্মুখসারির যোদ্ধারা বুস্টার ডোজ পাবেন।’
অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর জানান, ‘যে আগে যে কেন্দ্র থেকে টিকা নিয়েছেন, সেই কেন্দ্র থেকেই বুস্টার ডোজ পাবেন। যারা নিবন্ধন করে প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন, তাদের সব তথ্য আমাদের কাছে রয়েছে। যারা অন্তত ৬ মাস আগে করোনাভাইরাসের দ্বিতীয় ডোজ নিয়েছেন, তাদের কাছে আজ এসএমএস যাবে। যে কেন্দ্র থেকে আগে টিকা নিয়েছেন, সেই কেন্দ্র থেকেই এসএমএস যাবে। যিনি এসএমএস পাবেন, তিনি টিকা পাবেন। টেক্সট মেসেজ আজ থেকেই পাঠানো হবে।’
আহমেদুল কবীর বলেন, সুরক্ষা অ্যাপ হালনাগাদ করার কাজ এখনও চলছে। সে কারণে আপাতত কেবল ঢাকায় বুস্টার ডোজ দেওয়া হবে। ঢাকার বাইরে দেওয়া হবে আরও কিছুদিন পর।
গত মাসে দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসের অতি সংক্রামক নতুন ধরন অমিক্রন শনাক্ত হয়। এরই মধ্যে শতাধিক দেশে ছড়িয়ে পড়েছে ধরনটি। বিশ্বব্যাপী সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ার প্রেক্ষাপটে বাংলাদেশেও বুস্টার ডোজ দেওয়ার পরামর্শ দেয় কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরী পরামর্শক কমিটি।
এরপর গত ১৯ ডিসেম্বর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের এক সিনিয়র স্টাফ নার্সকে দিয়ে দেশে বুস্টার ডোজ টিকার উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রীর জাহিদ মালেক। এ সময় আরও ৬০ জনকে পরীক্ষামূলকভাবে দেওয়া হয় কোভিড টিকার বুস্টার ডোজ।
রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন্সে (বিসিপিএস) প্রথম বুস্টার ডোজ নেওয়া রুনু ভেরোনিকা কস্তাকে দিয়েই উদ্বোধন হয়েছিল দেশের ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম।
Discussion about this post