হার্টবিট ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বরিশালের শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) প্রাক্তন ছাত্র সমিতির কার্যকরী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।
২৫ ডিসেম্বর (শনিবার) রাজধানীর মাতুয়াইলে মা ও শিশু স্বাস্থ্য ইনস্টিটিউটে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের প্রাক্তন ছাত্র সমিতির জাতীয় সম্মেলনে তাঁকে শেবাচিম প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।
অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ ১৯৮২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) থেকে এমবিবিএস সম্পন্ন করেন। তিনি ৭ম ব্যাচের ছাত্র ছিলেন। এই সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নিটোরের পরিচালক অধ্যাপক ডা. আ. গণি মোল্লাহ। তিনি ৯ম ব্যাচের ছাত্র ছিলেন।
এছাড়া যুগ্ম-সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের চেয়ারমান অধ্যাপক ডা. মোঃ আসাদুল ইসলাম (৭ম ব্যাচ) এবং কোষাধ্যক্ষ হয়েছেন মেডিনোভা মেডিক্যাল সার্ভিসেস এর ম্যানেজিং ডিরেক্টর ডা. মোঃ মোনোয়ার হোসেন (৪র্থ ব্যাচ)।
অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ চলতি বছরের ২৯ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) এর মহাসচিব হিসেবে এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন), প্রিভেনটিভ এন্ড সোস্যাল মেডিসিন অনুষদের ডিন, কমিউিনিটি অফথালমোলজি বিভাগের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এই বিশ্ববিদ্যালয়ে তিনি দীর্ঘদিন যাবৎ সিন্ডিকেট সদস্য ও একাডেমিক কাউন্সিলের দায়িত্বে ছিলেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমানে কেন্দ্রীয় স্বাধীনতা চিকিৎসক পরিষদ এর ইসি সদস্য এবং অফথালমোলজীক্যাল সোসাইটি অব বাংলাদেশ এর পরপর তিনবার নির্বাচিত সভাপতি।
Discussion about this post