সুরক্ষা অ্যাপসের মাধ্যমে সমন্বয় করে আগামীকাল মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সারাদেশে বুস্টার ডোজ দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব লোকমান হোসেন মিয়া।
আজ সোমবার (২৭ ডিসেম্বর) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ‘এ’ ব্লকের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।
স্বাস্থ্য সচিব বলেন, ‘সারাদেশে বুস্টার ডোজ প্রয়োগ নিয়ে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রয়োজন অনুযায়ী সুরক্ষা অ্যাপকে প্রস্তুত করা হয়েছে। প্রথমিকভাবে ষাটোর্ধ্ব জনগোষ্ঠী ও সম্মুখযোদ্ধাদের টিকা প্রদান করা হবে এবং পরে ধাপে ধাপে সকলকে টিকা প্রদান করা হবে।’
Discussion about this post