হার্টবিট ডেস্ক
অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্ট সম্পর্কে মেডিকেল শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষকে সচেতন করতে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাওয়ারনেস প্রোগ্রাম-২০২১ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ ডিসেম্বর) ঢাকা মেডিকেলে নানা আয়োজনে এ অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য স্লোগান, ডিজিটাল পোস্টার, হ্যান্ডমেইড পোস্টার, পাবলিক স্পিকিং প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদেরকে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্ট সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়।
এছাড়া স্লোগান প্রতিযোগিতার সেরা পাঁচ স্লোগানকে পোস্টারে রূপ দিয়ে ঢামেক ক্যাম্পাস, ছাত্রাবাস, বহির্বিভাগসহ হাসপাতালে পোস্টারিং করা হয়।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ঢাকা মেডিকেল কলেজ এর ফার্মাকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সুজিত কুমার সরকার এবং সায়েন্টিফিক পার্টনার হিসেবে ছিল নিপ্রো জেএমআই ফার্মা লিমিটেড।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢামেক এর অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ টিটো মিঞা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন ঢামেক এর উপ-অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. শফিকুল আলম চৌধুরী, ঢামেক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. দেবেশ চন্দ্র তালুকদার, ফার্মাকোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. অধীর কুমার দাস, মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এস এম শামসুজ্জামানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ এবং নিপ্রো জেএমআই ফার্মা লিমিটেডের চীফ এক্সিকিউটিভ অফিসার মো. মিজানুর রহমান।
অনুষ্ঠানে স্প্রেড অ্যাওয়ারনেস ও স্টপ রেজিস্ট্যান্ট বিষয়ের উপর মূল প্রবন্ধ পাঠ করেন ঢামেক এর মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সৈয়দ গোলাম মোগনী মাওলা।
আয়োজক ও অতিথিবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আগামীতেও এমন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করে অনুষ্ঠান শেষ হয়।
Discussion about this post