হার্টবিট ডেস্ক
স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে পরিচালিত দুই মাস মেয়াদী বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সে মনোনয়ন পেয়েছেন দেশের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্মরত ৪০ চিকিৎসক।
সোমবার (২০ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন বিভাগের পরিচালক ডা. শামিউল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয়ের আলোকে বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজম্যান্ট (বিআইএএম) ফাউন্ডেশন, ঢাকা নিম্নে বর্ণিত কর্মকর্তাদের অংশ গ্রহণে বিশেষ বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সে আগামী ২৬ ডিসেম্বর ২০২১ থেকে ২৩ ফেব্রুয়ারি ২০২২ তারিখ পর্যন্ত দুই মাস মেয়াদী কোর্সে অংশগ্রহণের লক্ষ্যে নিম্নে উল্লেখিত বিসিএস ক্যাডারের মোট ৩০ কর্মকর্তাকে মনোনয়ন প্রদান করা হলো।’
Discussion about this post