হার্টবিট ডেস্ক
একদিকে ওয়ার্ড আগুনে পুড়ছে, অন্যদিকে রোগীদের নিরাপদে সরিয়ে এনে চিকিৎসা সেবা চালিয়ে গেলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নবীন-প্রবীণ চিকিৎসকরা। এমন পেশাদারিত্ব মনোভাব দেখে সেবা নিতে আসা রোগীরা ভূয়সী প্রশংসা করেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, চিকিৎসকদের এমন ব্যবহারে তাঁরা খুবই সন্তুষ্ট। চিকিৎসক, ফায়ারসার্ভিস এবং অন্যান্যদেরকেও পেশাদারিত্ব বজায় রেখে এগিয়ে আসার জন্য তাঁরা ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রসঙ্গত, সোমবার (২০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে হাসপাতালের তৃতীয়তলার চর্ম, যৌন ও মানসিক ওয়ার্ডে এ অগ্নিকাণ্ড ঘটে। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ওই ওয়ার্ডের আসবাবপত্র পুড়ে যায়।
অগ্নিকাণ্ডের সময় ওয়ার্ডটিতে ৩৮ জন রোগী অবস্থান করছিলেন। আগুন লাগার খবরে হুড়োহুড়ি করে নামতে গিয়ে তাঁদের অনেকেই কমবেশি আহত হয়েছেন বলে জানা গেছে।
রংপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক সালেহ উদ্দিন বলেন, ওয়ার্ডের করিডোর থেকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে ফায়ার সার্ভিসের কর্মীসহ পাঁচজন আহত হয়েছে বলে জানিয়েছেন তিনি।
Discussion about this post