হার্টবিট ডেস্ক
করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও প্রায় ৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে ৫ লাখের বেশি।
দিনে সর্বোচ্চ ১ হাজার ১৯ জনের মৃত্যু হয়েছে রাশিয়ায়। এছাড়া ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১ লাখ ২০ হাজার রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। এদিন দেশটিতে মারা গেছে সাড়ে ৪শ মানুষ। দ্বিতীয় সর্বোচ্চ যুক্তরাজ্যে শনাক্ত হয়েছে ৯১ হাজারের বেশি রোগী।
গত দুই সপ্তাহ ধরে রেকর্ড সংক্রমণ দেখছে ব্রিটেন। এছাড়াও সোমবার তুরস্ক, ফ্রান্স, জার্মানি, ভিয়েতনাম ও হাঙ্গেরিতে মারা গেছে ২ থেকে ৩ শতাধিক করে মানুষ। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি ছাড়িয়েছে ৫৩ লাখ ৭৫ হাজার। আর মোট সংক্রমণ শনাক্ত হয়েছে ২৭ কোটি ৫৭ লাখের কাছাকাছি।
এদিকে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা আবারও বেড়েছে নিউইয়র্ক সিটিতে। গত শুক্রবার (১৭ ডিসেম্বর) ২১ হাজার ২৭ জন নতুন করে করোনা আক্রান্ত হওয়ার ঘোষণা দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
Discussion about this post