হার্টবিট ডেস্ক
বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে্র (বিসিপিএস) এফসিপিএস বিভিন্ন পর্বের পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে। ১ জানুয়ারি থেকে শুরু হওয়া এসব পরীক্ষা আগামী ৫ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। এছাড়া ব্যবহারিক ওরাল ও ক্লিনিক্যাল পরীক্ষা ১২ ফেব্রুয়রি ২০২২ পর্যন্ত অনুষ্ঠিত হবে।
রোববার (১৯ ডিসেম্বর) বিসিপিএসের পরীক্ষা নিয়ন্ত্রব অধ্যাপক ডা. মো. টিটো মিয়া স্বাক্ষরিত এক অফিস নোটিসে এ তথ্য জনানো হয়েছে।
এতে বলা হয়, এফসিপিএস পার্ট-১, পার্ট-২ (ফাইনাল), প্রিলিমিনারি পার্ট-২ এফসিপিএস (সাব-স্পেশালিটি), এফসিপিএস মিডটার্ম এবং এমসিপিএসের লিখিত পরীক্ষা আগামী জানুয়ারি ২০২২ এ অনুষ্ঠিত হবে।
এতে আরও বলা হয়, ওএসপিই/আইওই/ওরাল, ক্লিনিক্যাল, এফসিপিএস পার্ট-২ (চূড়ান্ত), প্রিলিমিনারি এফসিপিএস-এর জন্য ব্যবহারিক ও পরীক্ষার জন্য প্রোগ্রাম পার্ট-২, এফসিপিএস (সাব-স্পেশালিটি), এফসিপিএস মিড-টার্ম এবং এমসিপিএস পরীক্ষা নোটিস বোর্ড ও ওয়েবসাইটে জানানো হবে।
এছাড়া পরীক্ষার্থীদের তালিকা এবং এসব পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার স্থানের নাম পরীক্ষার আগের দিন নোটিস বোর্ড এবং বিসিপিএসের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে নোটিসে জানানো হয়েছে।
Discussion about this post