হার্টবিট ডেস্ক
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে টিকার বুস্টার ডোজ যেকোনো কোম্পানির টিকা নেওয়া যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
আজ রোববার(১৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) অডিটোরিয়াম হলে, ‘বুস্টার ডোজ প্রদান কার্যক্রমের’ উদ্বোধন শেষে সাংবাদিকদেরকে এ কথা জানান তিনি।
ডা. সেব্রিনা ফ্লোরা বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থ্যার অনুমোদন অনুযায়ী বুস্টার ডোজে যে কোন টিকা নেওয়া যাবে। কিন্তু প্রথম এবং দ্বিতীয় ডোজ যেভাবে দেওয়া হয়েছে সেভাবেই নিতে হবে।
অর্থাৎ, ‘যারা প্রথম ডোজ অ্যাস্ট্রাজেনেকা পেয়েছেন, তাঁর দ্বিতীয় ডোজ অ্যাস্ট্রাজেনেকাই পাবেন। যারা প্রথম ডোজ সিনোফার্ম পেয়েছেন, তিনি দ্বিতীয় ডোজ সিনোফার্ম পাবেন। কিন্ত বুস্টার ডোজ দেওয়ার ক্ষেত্রে যে কোনোটা নেওয়ার সুযোগ রয়েছে।’
তিনি আরোও বলেন, ‘যাদের দ্বিতীয় ডোজ নেওয়ার ছয় মাস পূর্ণ হয়েছে, তাদেরই বুস্টার ডোজের টিকা দেওয়া হবে। প্রাথমিকভাবে বয়োজ্যেষ্ঠ ও ফ্রন্টলাইনারদের যারা কাজ করছে ওইসব ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে।’
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বলেন, ‘বুস্টার ডোজ দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ মজুদ রয়েছে। পর্যায়ক্রমে দেশের সব মানুষ যেন পান, সে ব্যাপারে আমরা পরিকল্পনা তৈরি করছি। সুরক্ষা এ্যাপের কিছু কার্যক্রম বাকি থাকায় একটু সময় লাগবে। তবে এ সপ্তাহের মধ্যে বুস্টার ডোজের ম্যাসেজ পাঠানো শুরু হবে এবং ডোজ নেওয়ার পর সবাইকে সনদ দিয়ে দেওয়া হবে।’
Discussion about this post