হার্টবিট ডেস্ক
যুক্তরাজ্যে টানা তৃতীয় দিন করোনাভাইরাসে দৈনিক আক্রান্ত শনাক্তের রেকর্ড হয়েছে। শুক্রবার সরকার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৯৩ হাজার ৪৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।
বুধবার থেকে যুক্তরাজ্যে শনাক্তের রেকর্ড হচ্ছে। ওই দিন শনাক্তের সংখ্যা ছিল ৭৮ হাজার ৬১০ জন। পর দিন বৃহস্পতিবার সেই রেকর্ড ভেঙে যায় ৮৮ হাজার ৩৭৬ জন আক্রান্ত হলে। এবার শনাক্ত ৯৩ হাজার ছাড়িয়ে গেলো।
মহামারির শুরুর পর এখন পর্যন্ত যুক্তরাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি ১১ লাখের বেশি।
গত চব্বিশ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ১১১ জনের। ফলে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১ লাখ ৪৭ হাজার ছাড়িয়ে গেছে।
ওমিক্রনে পুনঃসংক্রমণের ঝুঁকি ডেল্টার চেয়ে ৫ গুণ বেশি
ইম্পেরিয়াল কলেজ লন্ডনের এক গবেষণায় দাবি করা হয়েছে, করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টে পুনরায় সংক্রমিত হওয়ার ঝুঁকি ডেল্টার তুলনায় পাঁচগুণ বেশি। এছাড়া আগের ভ্যারিয়েন্টগুলোর তুলনায় রোগ মৃদু হওয়ার কোনও ইঙ্গিত পাওয়া যায়নি।
এই গবেষণায় যুক্তরাজ্যের স্বাস্থ্য সুরক্ষা সংস্থা ও ব্রিটেনের জাতীয় স্বাস্থ্য সেবার কাছ থেকে পাওয়া তথ্য ব্যবহার করা হয়েছে। এতে ২৯ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত করোনায় আক্রান্তদের তথ্য পর্যালোচনা করা হয়।
Discussion about this post