হার্টবিট ডেস্ক
বড় ধরনের কোনো অপারেশন ছাড়াই একজন রোগীর কিডনি থেকেই ১৫৬টি পাথর অপসারণ করেছেন চিকিৎসকরা। ল্যাপারস্কোপি এবং অ্যান্ডোস্কোপির মাধ্যমে ৫০ বছর বয়সী ওই রোগীর কিডনি থেকে পাথরগুলো বের করা হয়। একজন রোগীর কিডনি থেকে এত বিপুল পরিমাণ পাথর বের করার ঘটনা বিরল। ঘটনাটি ঘটেছে ভারতের হায়দরাবাদের একটি হাসপাতালে। চিকিৎসকরা জানান, ৫০ বছর বয়সী এক রোগীর কিডনি থেকে তারা ১৫৬টি পাথর বের করেছেন।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, চিকিৎসকরা বলেছেন, প্রথাগত বড় ধরনের অস্ত্রপ্রচারের পরিবর্তে ল্যাপারস্কোপি ও অ্যান্ডোস্কোপির মাধ্যমে পাথরগুলো বাইরে বের করা হয়। আর পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে তিন ঘণ্টা সময় লাগে। বড় কোনো অপারেশন ছাড়াই কোনো রোগীর শরীর থেকে এত বিপুল পরিমাণ পাথর বের করার ঘটনা ভারতে এটাই প্রথম বলেও দাবি করেছেন চিকিৎসকরা।
কিডনি থেকে পাথর বের করা ওই রোগীর নাম বাসবরাজ মাদিওয়ালার। তিনি কর্ণাটকের হুবলি শহর থেকে চিকিৎসার জন্য হায়দরাবাদ আসেন। কিডনি থেকে এত পরিমাণ পাথর বের করার পর বাসবরাজ এখন পুরোপুরি সুস্থ ও স্বাভাবিক রয়েছেন।
৫০ বছর বয়সী বাসবরাজ পেশায় একজন স্কুল শিক্ষক। সম্প্রতি হঠাৎ করেই তলপেটে ব্যথা অনুভব করেন তিনি।। পরে পরীক্ষায় তার কিডনিতে পাথর ধরা পড়ে। ডাক্তাররা জানান, বাসবরাজের অ্যাক্টোপিক কিডনিও ছিল। কারণ তার মূত্রনালি স্বাভাবিক অবস্থানের পরিবর্তে তার পেটের কাছাকাছি অবস্থিত ছিল। যদিও কিডনির অবস্থানে অস্বাভাবিকতার কারণে কোনো সমস্যা হয়নি তার।
Discussion about this post