হার্টবিট ডেস্ক
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিরুদ্ধে জোরদার প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারে ‘স্পুটনিক ভি’ টিকা, এমনটাই দাবি রাশিয়ার।
শুক্রবার (১৭ ডিসেম্বর) রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের (আরডিআইএফ) এক বিবৃতিতে এমন দাবি করা হয়েছে।
গবেষণাগারে প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে, ওমিক্রনের বিরুদ্ধে উচ্চমাত্রায় প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে স্পুটনিক ভি টিকা। যা গুরুতর অসুস্থতা এবং হাসপাতালে ভর্তির সম্ভাবনা কমিয়ে দেবে। রাশিয়ার এই টিকা অন্যান্য টিকার থেকে অনেক বেশি কার্যকর।
সংস্থাটি আরও জানিয়েছে, স্পুটনিক লাইট বুস্টার ডোজ নিলে আরও ভালো ফল মিলবে। যা অন্যান্য টিকার ক্ষেত্রে তিন থেকে সাত গুণ ভালো কাজ করে। বুস্টার হিসেবে দুই-তিন মাসে ওমিক্রনের বিরুদ্ধে স্পুটনিক লাইট ৮০ শতাংশের মতো কার্যকরী হবে বলে আশা করা হচ্ছে। খবর রয়টার্স, হিন্দুস্থান টাইমসের।
রাশিয়ার বিশেষজ্ঞরা বলছেন, ইতিমধ্যে বুস্টার ডোজ হিসেবে যারা স্পুটনিক লাইট নিয়েছেন, তাদের দেহে বেশি রোগ প্রতিরোগ ক্ষমতা গড়ে উঠেছে। যা মার্কিন টিকা ফাইজারের বুস্টারের থেকে বেশি। মার্কিন টিকার বুস্টার ডোজ তিন মাসে মাত্র ২৯ শতাংশ কার্যকরী হয়েছে বলে দাবি করেছে আরডিআইএফ।
Discussion about this post