হার্টবিট ডেস্ক
প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৩৪ জনে। এ সময় আরও ২৯৫ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে।
আজ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮৪৮টি করোনা পরীক্ষাগারে ২২ হাজার ৭৭৩টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে আগের কিছুসহ মোট ২২ হাজার ৮৭০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ১১ লাখ ৬৫ হাজার ১০৫টি। পরীক্ষায় আরও ২৯৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৮০ হাজার ৫ জনে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,একদিনে মৃতদের মধ্যে দুইজন পুরুষ এবং একজন নারী। তাদের পত্যেকেই সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এদিকে এখন পর্যন্ত মৃতদের মধ্যে এখন পর্যন্ত মোট ১৭ হাজার ৯৩২ জন পুরুষ (৬৩ দশমিক ৯৭ ভাগ) ও ১০ হাজার ১০২ জন নারী (৩৬ দশমিক ০৩ ভাগ) রয়েছেন।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২৪৭ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৪৪ হাজার ৬৬৪ জনে।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার এক দশমিক ২৯ ভাগ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ১৫ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৬ ভাগ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৭৭ ভাগ।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের মধ্যে একজন পঞ্চাশোর্ধ্ব এবং দুইজন ষাটোর্ধ্ব রয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগে একজন, চট্টগ্রামে একজন এবং রাজশাহীতে একজন রয়েছেন।
Discussion about this post