হার্টবিট ডেস্ক
সারাদেশে গতকাল ৬ লাখ ৮০ হাজার ৯৯৮ ডোজ টিকা দেওয়া হয়েছে। আর এখনও পর্যন্ত ১৪ লাখ ৬৬ হাজার ৭৪৫ শিক্ষার্থী টিকার প্রথম ডোজ পেয়েছে এবং দ্বিতীয় ডোজ পেয়েছে ২ লাখ ৬১ হাজার ৩৮৪ জন। গত ১ নভেম্বর রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের নবম শ্রেণির দুই শিক্ষার্থীকে টিকা দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়।
সোমবার (১৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।
শিক্ষার্থীসহ আজ প্রথম ডোজ দেওয়া হয়েছে ৩ লাখ ২৫ হাজার ২০২ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৩ লাখ ৫৫ হাজার ৭৯৬ জনকে। আর আজ ১ লাখ ১৮ হাজার ৪৩৯ জন শিক্ষার্থীকে প্রথম ডোজ দেওয়া হয়েছে এবং ৮ হাজার ৫১৭ জন নিয়েছেন দ্বিতীয় ডোজ।
দেশে এ পর্যন্ত টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে মোট ৬ কোটি ৭১ লাখ ৩১ হাজার ৪৯০ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৪ কোটি ৩৫ লাখ ৯৫ হাজার ৪৪৯ জন।
এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার টিকা।
Discussion about this post