হার্টবিট ডেস্ক
সারা দেশে এ পর্যন্ত প্রথম ডোজ টিকা পেয়েছেন মোট ছয় কোটি ৭১ লাখ ৩১ হাজার ৪৯০ জন। দ্বিতীয় ডোজ পেয়েছেন চার কোটি ৩৫ লাখ ৯৫ হাজার ৪৪৯ জন।
এছাড়া মোট ১৪ লাখ ৬৬ হাজার ৭৪৫ জন শিক্ষার্থী প্রথম ডোজ টিকা গ্রহণ করেছেন। পাশাপাশি মোট দুই লাখ ৬১ হাজার ৩৮৪ জন শিক্ষার্থী দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করেছেন।
সোমবার (১৩ ডিসেম্বর) রাতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।
এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম ও সিনোভ্যাক, ফাইজার ও মডার্নার টিকা।
বিবৃতিতে আরও জানানো হয়, এখন পর্যন্ত টিকার জন্য ন্যাশনাল আইডি কার্ড দিয়ে নিবন্ধন করেছেন সাত কোটি ৩৮ লাখ ৬৭ হাজার ৫২২ জন, পাসপোর্ট দিয়ে নিবন্ধন করেছেন ১১ লাখ ২৬ হাজার ৮০১ জন এবং জন্ম সনদ দিয়ে নিবন্ধন করেছেন দুই লাখ ৭৬ হাজার ৮৯৫ জন।
Discussion about this post