হার্টবিট ডেস্ক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল অফিসারের উপর রোগীর স্বজনদের হামলার প্রতিবাদ ও জড়িতদের সুষ্ঠু বিচার দাবিতে বিক্ষোভ করেছেন ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা।
অনির্দিষ্টকালের কর্মবিরতির অংশ হিসেবে আজ সোমবার (১৩ ডিসেম্বর) ক্যাম্পাসে এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা।
তারা বলেন, রোগীর মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত থাকবে।
এ সময় হাসপাতাল পরিচালক ডা. হাবিবুর রহমান আসামিদের গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও তাদের আইনের আওতায় আনার আশ্বাস দেন।
এ ছাড়া আসামিকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবু বকর সিদ্দিক।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ ডা. নজরুল ইসলাম, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. বাদল ওয়াহাব এবং হাসপাতালের বিভিন্ন বিভাগের প্রধান, চিকিৎসক ও মেডিকেল কলেজের শিক্ষকবৃন্দ।
প্রসঙ্গত, চিকিৎসাধীন রোগীর মৃত্যুর ঘটনায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল অফিসারের উপর হামলা চালান রোগীর স্বজনরা। শুক্রবার (১০ নভেম্বর) দিবাগত রাতে এ হামলায় ইন্টার্ন চিকিৎসকের কক্ষও ভাঙচুর করা হয়।
ঘটনার প্রতিবাদে ১১ ডিসেম্বর সকল ইন্টার্ন চিকিৎসক ডিউটি এবং শিক্ষার্থীরা তাঁদের ক্লাস বর্জন করেন।
Discussion about this post