হার্টবিট ডেস্ক
চিকিৎসকের ওপর হামলার ঘটনা কিছুতেই থামছে না। চিকিৎসাধীন রোগীর মৃত্যু কিংবা হাসপাতালের সামান্য অব্যবস্থাপনাসহ ঠুনকো কারণে নিয়মিত বিরতিতেই শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত হতে হচ্ছে তাদের, যার প্রায় প্রতিটি ক্ষেত্রেই নিবেদিতপ্রাণ এসব স্বাস্থ্যকর্মীর দূরতম সম্পৃক্ততারও প্রমাণ মেলে না।
এরই ধারাবাহিকতায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল অফিসারের উপর হামলা করেছে রোগীর স্বজনরা। শুক্রবার (১০ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, হেপাটোসেলুলার কারসিনোমায় (লিভার ক্যান্সার) আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি ছিলেন একজন রোগী।
অবস্থার অবনতি হওয়ায় তাকে অপেক্ষাকৃত উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হলে স্বজনরা তাঁকে নিয়ে যেতে অসম্মতি প্রকাশ করেন। তারা যে কোনো পরিণতির দায় নিয়ে রোগীকে সৈয়দ নজরুলেই রেখে দেওয়ার বিষয়ে বন্ড সই করেন।
গত রাত আনুমানিক চারটার দিকে রোগী মারা গেলে রোগীর স্বজনরা কর্মরত মেডিকেল অফিসার ও ইন্টার্ন ডাক্তারের উপর অতর্কিতে হামলা চালায়। এতে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল অফিসার গুরুতর আহত হন।
এ সময় ইন্টার্ন চিকিৎসকের কক্ষ ভাঙচুর এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন।
ঘটনার প্রতিবাদে আজ শনিবার (১১ ডিসেম্বর) সকল ইন্টার্ন চিকিৎসক ডিউটি বর্জনের পাশাপাশি শিক্ষার্থীরা তাদের ক্লাস বর্জন করেছে। ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা সুষ্ঠু বিচারের দাবিতে হাসপাতালে অবস্থান করছে।
Discussion about this post