হার্টবিট ডেস্ক
অনেকেরই থাইরয়েডের সমস্যা আছে। পুরুষের চেয়ে নারীদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায় ।
বিশেষজ্ঞদের মতে, থাইরয়েডের সমস্যা শুরু হওয়ার সময়ে সঙ্কেত দেয় শরীর। কয়েকটি লক্ষণ দেখলে আগে থেকে সতর্ক হওয়া প্রয়োজন। যেমন-
১. ক্লান্তি থাইরয়েডের একটি গুরুতর লক্ষণ। যদি অল্প কাজেই ক্লান্ত লাগে, তবে সতর্ক হওয়া জরুরি।
২. হঠাৎ যদি অতিরিক্ত রোগা বা মোটা হলেও সাবধান হওয়া জরুরি। থাইরয়েড হরমোনের মাত্রা ওঠা-নামা করার আর একটি গুরুত্বপূর্ণ সঙ্কেত হলো এটি।
৩. একটি লক্ষণ প্রায় অধিকাংশের চোখ এড়িয়ে যায়। তা হল, গলার কাছে কালো দাগ হয়ে যাওয়া। অনেকেই খেয়াল করেন না। কিন্তু থাইরয়েডের সমস্যা হলেই এই দাগ পড়তে থাকে।
৪. অনেকেরই ঘুম না হওয়া, সঠিক সময়ে ঘুম না আসা কিংবা বারবার ঘুম ভাঙার সমস্যায় আছে। এ ধরনের সমস্যা থাকলে থাইরয়েড পরীক্ষা করানো দরকার।
৫. উদ্বেগ এবং অবসাদ হঠাৎ বাড়তে শুরু করলেও সাবধান হওয়া দরকার। থাইরয়েড হরমোনের মাত্রার ওঠা-নামার সঙ্গে এর সরাসরি যোগ রয়েছে।
৬. অনিয়মিত পিরিয়ডের সমস্যায় ভূগলে থাইরয়েডের পরীক্ষা করানো উচিত।
Discussion about this post