হার্টবিট ডেস্ক
ভুল চিকিৎসা ও কর্তব্যে অবহেলায় রোগীর মৃত্যুর দায়ে মাে. মনজুরুল হক নামে এক চিকিৎসককে চাকরি থেকে বরখাস্ত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটির সরেজমিন তদন্তে এ চিকিৎসকদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় রাষ্ট্রপতির অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব মো লোকমান হোসেন মিয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, কক্সবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (গাইনি) ডা. মাে. মনজুরুল হক (৪২৩১২) তার প্রাক্তন কর্মস্থল নােয়াখালীর বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত থাকাকালে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য উপজেলায় গিয়ে একটি বেসরকারি ক্লিনিকে একজন প্রসূতি রােগীর অপারেশন করেন; অপারেশনের আগে রােগীর সঠিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করেননি; প্রি-অ্যানেসথেটিক চেক-আপ করেননি; নিজেই স্পাইনাল অ্যানেসথেশিয়া দিয়ে অপারেশন শুরু করেন এবং তার গাফিলতির কারণে রােগী মারা যায় বলে অভিযােগ ওঠে। স্থানীয় স্বাস্থ্য বিভাগের তদন্তে অভিযােগের প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে বিভাগীয় মামলা রুজু করা হয়।
যেহেতু বিভাগীয় মামলায় কারণ দর্শানাে নােটিশের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত কর্মকর্তার দাখিলকৃত জবাব সন্তোষজনক বিবেচিত হয়নি এবং তিনি ব্যক্তিগত শুনানি চাননি। এ অভিযোগ তদন্ত করার জন্য উপযুক্ত বিধিমালার বিধি ৭(৩) অনুযায়ী স্বাস্থ্য সেবা বিভাগের পক্ষ থেকে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটি সরেজমিন তদন্তের পর তার বিরুদ্ধে আনিত অভিযােগ প্রমাণিত হয়েছে মর্মে প্রতিবেদন দাখিল করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বিভাগীয় মামলায় আনিত অভিযোগ, তদন্ত প্রতিবেদন, অভিযুক্ত কর্মকর্তার বক্তব্য এবং সংশ্লিষ্ট কাগজপত্র পর্যালােচনা করে তাকে চাকরি থেকে কেন বরখাস্ত করা হবে না মর্মে দ্বিতীয় দফায় কারণ দর্শানাে নােটিশ প্রদান করা হয়। অভিযুক্ত কর্মকর্তা কর্তৃক দাখিলকৃত দ্বিতীয় কারণ দর্শানাে নােটিশের জবাব সন্তোষজনক বিবেচিত হয়নি। তাই তাকে চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত গ্রহণ করে এ বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের মতামত চাওয়া হলে কমিশন উক্ত সিদ্ধান্তের সঙ্গে একমত পােষণ করে; এবং তাকে চাকরি থেকে বরখাস্ত করার প্রস্তাব রাষ্ট্রপতি সদয় অনুমোদন করেছেন। এ জন্য ডা. মাে. মনজুরুল হককে এ আদেশ জারির তারিখ থেকে চাকরি থেকে বরখাস্ত করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
Discussion about this post