হার্টবিট ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় দুর্ঘটনা ও জরুরি বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
আজ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিএসএমএমইউর শহীদ ডা. মিল্টন হলে এ কর্মশালায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএসএমএমইউ উপচার্য বলেন, ‘এক্সিডেন্ট এবং ইমার্জেন্সি বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ নিশ্চিত করা হবে। আমেরিকা, ইংল্যান্ড, ভারত এবং সিঙ্গাপুরসহ উন্নত বিশ্বে যেভাবে এ বিষয়ে প্রশিক্ষণ চালু আছে সেভাবেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়েও তা চালু হবে। এই বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ছাত্রছাত্রীদের এই প্রশিক্ষণের আওতায় আনা হবে।’
কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, মেডিকেল টেকনোলজি অনুষদের ডিন ও অ্যানেসথেশিয়া, অ্যানালজেসিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবব্রত বনিক, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল প্রমুখ।
Discussion about this post