হার্টবিট ডেস্ক
দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের সিনিয়র স্টাফ নার্স হিসেবে পদায়ন পেয়েছেন নবনিয়োগপ্রাপ্ত ৩৩২ নার্স।
বুধবার (৮ ডিসেম্বর) নার্সি ও মিডওয়াফারি অধিদপ্তরের অতিরিক্ত সচিব সিদ্দিকা আক্তার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, সচিবালয় কর্তৃক জারিকৃত ১ মার্চ ২০২০ সালের ৮০.০০.০০০০.৩০১.০০১.২০২০.৩২ নং নিয়োগ বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ২৬ অক্টোবর ২০২১ তারিখের ৮০.০০.০০০০.৩০১.১১.২৪৫৩.২০২১-২১৪ নং পত্রের সুপারিশক্রমে স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ২ ডিসেম্বর ২০২১ তারিখের ৪৫.০০.০০০.১৭২.১১.০৩৬.২১-৩৪৬ নং প্রজ্ঞাপনমূলে নার্সিং মিডওয়াফারি অধিদপ্তরের অধীন সিনিয়র স্টাফ নার্স পদে জাতীয় বেতনস্কেল ২০১৫ এর দশম গ্রেডে ১৬০০০-৩৮৬৪০/- বেতনক্রমে পদায়িত নিম্নবর্ণিত সিনিয়র স্টাফ নার্সদেরকে প্রশাসনিক কারণে উক্ত প্রজ্ঞাপনের ৬ নং শর্তানুযায়ী পদায়ন আংশিক সংশোধনপূর্বক তাদের নামের পার্শ্বে বর্ণিত হাসপাতাল বা স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে পদায়ন করা হলো।’
‘নবনিয়োগপ্রাপ্ত সিনিয়র স্টাফ নার্সদেরকে সংশোধিত পদায়নকৃত কর্মস্থলে ১২ ডিসেম্বর ২০২১ তারিখের আগে যোগদান করতে হবে,’ বলা হয় অফিস আদেশে।
Discussion about this post