হার্টবিট ডেস্ক
প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ১৬ জনে। এ সময় আরও ২৬২ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮৪৮টি করোনা পরীক্ষাগারে ২১ হাজার ৭২৪টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে মোট ২১ হাজার ৪৯৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ১০ লাখ ৬২ হাজার ৯০২টি। পরীক্ষায় আরও ২৬২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৭৮ হাজার ৫৫০ জনে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এখন পর্যন্ত মৃতদের মধ্যে এখন পর্যন্ত মোট ১৭ হাজার ৯২৪ জন পুরুষ (৬৩ দশমিক ৯৮ ভাগ) ও ১০ হাজার ৯২ জন নারী (৩৬ দশমিক ০২ ভাগ) রয়েছেন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২৮৭ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৪৩ হাজার ৩৯১ জনে।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার এক দশমিক ২২ ভাগ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ২৭ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৮ ভাগ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৭৭ ভাগ।
Discussion about this post