হার্টবিট ডেস্ক
বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ কর্তৃক প্রদত্ত ডেন্টাল ডিপ্লোমা সনদধারী মেডিকেল টেকনোলজিস্টদের (ডেন্টাল) বিএমডিসি থেকে রেজিষ্ট্রেশন প্রদানের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব নয় বলে জানিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।
সোমবার (৬ ডিসেম্বর) বিএমডিসির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে আদিষ্ট হয়ে জানানো যাচ্ছে যে, মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং ২৮১০/২০১৬ এর রায়ের বিরুদ্ধে বিএমঅ্যান্ডডিসির পক্ষ থেকে সিভিল পিটিশন ফর লিভ টু আপিল করা হয়েছে। যা মহামান্য সুপ্রিমকোর্টের আপিল বিভাগ কর্তৃক মঞ্জুরকৃত। আপীল বিভাগে মামলাটি শুনানি এবং নিষ্পত্তির অপেক্ষায় আছে। এ অবস্থায় মামলাটির চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ কর্তৃক প্রদত্ত ডেন্টাল ডিপ্লোমা সনদধারী মেডিকেল টেরনোলজিস্টদের (ডেন্টাল) বিএমঅ্যান্ডডিসি থেকে রেজিস্ট্রেশন প্রদানের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব নয়।’
Discussion about this post