হার্টবিট ডেস্ক
দেশের ৫টি মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিট স্থাপনসহ অবকাঠামো নির্মাণ করা হবে। এর জন্য ৪৫৬ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে। ২০২৫ সালের জুনে এটি বাস্তবায়ন করা হবে।
এটিসহ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকা ব্যয়ে ১০টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে সরকারি অর্থায়ন ৩ হাজার ৬৮২ কোটি টাকা।
মঙ্গলবার (০৭ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের এসইসি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। গণভবন থেকে ভার্চুয়ালী সংযুক্ত হয়ে সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভাশেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রকল্পের বিস্তারিত তথ্য তুলে ধরেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, ১০টি প্রকল্পে ব্যয় ধরা হয়েছে সাত হাজার ৪৪৭ কোটি টাকা। এরমধ্যে বিদেশি ঋণ হচ্ছে তিন হাজার ৬১১ কোটি টাকা। বাকি অর্থ সরকারি কোষাগার থেকে ব্যয় করা হবে। অনুমোদিত প্রকল্পের মধ্যে রয়েছে মোংলা বন্দর হতে চাঁদপুর-মাওয়া-গোয়ালন্দ হয়ে পাকশী পর্যন্ত নৌ-রুটের নাব্যতা উন্নয়ন প্রকল্প।
প্রথম সংশোধিত প্রকল্পটির ব্যয় ৯৫৬ কোটি থেকে বেড়ে এক হাজার ২৯০ কোটি টাকায় দাঁড়িয়েছে। শেষ হবে ২০২৫ সালের জুনে।
Discussion about this post