হার্টবিট ডেস্ক
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৫৩৮টি নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার শূন্য দশমিক ৫২ শতাংশ।
এদিন করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টজেন টেস্টসহ ১৩টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।
নতুন আক্রান্তদের মধ্যে ৮জন নগর এলাকার এবং ১ জন উপজেলা এলাকার বাসিন্দা।
এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৪৩৮ জন। এর মধ্যে নগর এলাকায় ৭৪ হাজার ১২১ জন এবং উপজেলায় ২৮ হাজার ৩১৭ জন। এ ছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৩১ জনের মধ্যে ৭২৩ জন নগর এবং ৬০৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
Discussion about this post