হার্টবিট ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কার্ডিওলজি বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক ও অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জি ইউজিসি অধ্যাপক হিসেবে নিয়োগ পাওয়ায় সংবর্ধনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ তাঁকে অভিনন্দন জানান।
আজ সোমবার (৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের আয়োজিত অনুষ্ঠানে তাঁকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, দেশের খ্যাতিমান শিক্ষক ও গবেষক অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জিকে বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ তাঁর কার্যালয়ে ইউজিসির নিয়োগপত্র অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জির হাতে তুলে দেন এবং অভিনন্দন জানান।
এ সময় অধ্যাপক ব্যানার্জি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত থেকে গবেষণা কর্মকাণ্ড পরিচালনা করবেন এবং তাঁর দীর্ঘ শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা থেকে এই বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা ও গবেষণার মানকে আরও উন্নত করে বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবেন বলে অধ্যাপক শারফুদ্দিন আহমেদ আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে ডা. সজল কৃষ্ণ ব্যানার্জি ইউজিসির অধ্যাপক হিসেবে নিযুক্ত হওয়ায় বিএসএমএমইউর কার্ডিওলজি বিভাগের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম ফজলুর রহমান, একই বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক অধ্যাপক ডা. মো. হারিসুল হক প্রমুখসহ উক্ত বিভাগের শিক্ষক, চিকিৎসক ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জী বিএসএমএমইউর জন্মলগ্ন থেকে কার্ডিওলজি বিভাগে কর্মরত আছেন। বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজির অধ্যাপক ও ক্লিনিক্যাল কার্ডিওলজির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৫ সালের জুলাই থেকে ২০১৮ সালের জুলাই পর্যন্ত তিনি কার্ডিওলজির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বিশ্ববিদ্যালয় মনঞ্জুরী কমিশস (ইউজিসি) তাঁকে দুই বছরের জন্য ইউজিসি অধ্যাপক হিসেবে বিশিষ্ট গবেষকের দায়িত্ব প্রদান করে। আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে তিনি যোগদান করবেন। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে ‘ইউজিসি প্রফেসরশিপ’ নিয়োগ কমিটির এক সভায় সম্প্রতি এ সিদ্ধান্ত গৃহীত হয়।
Discussion about this post