হার্টবিট ডেস্ক
শনিবার (৪ নভেম্বর) রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন এর গ্র্যান্ড বল রুম লহরীতে বাংলাদেশ সোসাইটি অব মেডিকেল মাইক্রোবায়োলজিস্ট’র ৮ম জাতীয় সম্মেলনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক ভিসি ও সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত বলেছেন, বাংলাদেশে বিশ্বমানের মাইক্রোবায়োলজিস্ট তৈরি করতে হবে, যাতে তাদের কর্মদক্ষতা ও অভিজ্ঞতা বিশ্বের বিভিন্ন দেশে কাজে লাগাতে পারে।
তিনি বলেন, এখন চাহিদা মেটানোর জন্য মাইক্রোবায়োলজিস্ট তৈরি করার প্রয়োজনীয়তা নেই। করোনা মহামারীর সময় চিকিৎসকরা মানবিক হয়ে জীবন বাজি রেখে আক্রান্তদের সেবায় নিজেদের নিয়োজিত করেছেন।
সংগঠনের সভাপতি অধ্যাপক মো. রুহুল আমিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএসএমএমইউর ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশীদ আলম।
অতিথি হিসেবে বক্তৃতা করেন বিএসএমএমইউর সাবেক ভিসি অধ্যাপক মো. নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি অধ্যাপক ডা. কে এস শহীদুল ইসলাম।
অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বলেন, মানুষের রোগপ্রতিরোধ ক্ষমতা কিভাবে বাড়ানো যায়, তা নিয়ে গবেষণা করতে হবে। এছাড়া মাইক্রোবায়োলজিস্ট ও নন-মাইক্রোবায়োলজিস্টদের মধ্যে কাজ করার ক্ষেত্রে সমন্বয় জরুরি বলেও উল্লেখ করেন তিনি।
Discussion about this post