হার্টবিট ডেস্ক
দেশের সবচেয়ে উত্তরের জেলা দিনাজপুরের হিলিতে কয়েকদিন ধরে শীত পড়ছে। সঙ্গে ঝরছে ঘন কুয়াশা। বইছে ঠান্ডা বাতাস। এতে শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা।
রোগীদের বাড়তি চাপে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। গরম কাপড় পরাসহ শিশু ও বয়স্কদের ঠান্ডা যেন না লাগে সেদিকে নজর রাখার পরামর্শ চিকিৎসকদের।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক ব্যক্তি বলেন, গত কয়েকদিন ধরে প্রচন্ড শীত পড়ছে। এতে আমার জ্বর-সর্দি ও শ্বাসকষ্ট দেখা দিয়েছে। কয়েকদিন ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছি।
চিকিৎসা নিতে আসা রোকেয়া বেগম বলেন, হঠাৎ করে শীত ও ঘন কুয়াশা পড়ায় এর মধ্যেও কাজে বের হওয়ায় জ্বর-সর্দি ধরে গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. রাকিব হাসান বলেন, হঠাৎ করেই আমাদের এই অঞ্চলে শীত বেড়েছে। সেই সঙ্গে ঘন কুয়াশা ঝরছে। এতে ঠান্ডাজনিত রোগে ভুগছে মানুষ। বিশেষ করে নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় ভুগছে শিশুরা। হাসপাতালে আসা ৯০ ভাগ মানুষ এসব রোগে আক্রান্ত রোগী।
শীতের হাত থেকে নিজেকে নিরাপদ রাখতে গরম কাপড় পরতে হবে। শিশুদের কোনোভাবে যেন ঠান্ডা না লাগে, সে ব্যাপারে সচেতন থাকতে হবে। source- banglatribune
Discussion about this post