হার্টবিট ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও এর অধিভুক্ত ইনস্টিটিউটগুলোতে নন-রেসিডেন্সি (ডিপ্লোমা-এমফিল) কোর্সে অধ্যয়নরত ২১ সেশনের শিক্ষার্থীদের ভাতা প্রদান করা হবে আগামী ১৫ ডিসেম্বর। ওই দিন আনুষ্ঠানিকভাবে তাদের হাতে এ ভাতা প্রদান করা হবে।
বিশ্ববিদ্যালয়ের পরিচালক (হিসাব ও অর্থ) মো. আবদুস সোবহান বলেন, ‘এটা বাস্তবায়ন করে ফেলেছি। বিএসএমএমইউ ভাইস-চ্যান্সেলর এর উদ্বোধন করবেন। ১৫ ডিসেম্বর স্বাস্থ্যমন্ত্রী ও জ্যেষ্ঠ সচিবের উপস্থিতিতে এটা প্রদান করা হবে। এটা বিশ্ববিদ্যালয়ের জন্য বিশাল অর্জন। চিকিৎসকদের একটি বড় অংশ এই সুবিধাটি পাচ্ছেন। নন-রেসিডেন্ট এসব চিকিৎসক তো প্রাইভেট প্রাকটিস করার সুযোগও পান না। এ সেশনের সবার নামের তালিকা অনুযায়ী, টাকা আসবে এবং এটা চলতে থাকবে।’
রেসিডেন্সি ও এফসিপিএস কোর্সে অধ্যয়নরত চিকিৎসকদের জন্য ভাতার ব্যবস্থা থাকলেও ডিপ্লোমা কোর্সে ভাতার ব্যবস্থা ছিল না। এতে নন-রেসিডেন্সিতে অধ্যয়নরতদের চরম ভোগান্তির মধ্য দিয়ে কোর্স সম্পন্ন করতে হতো।
এ অবস্থায় স্বাস্থ্য খাত সংশ্লিষ্টদের দাবির পরিপ্রেক্ষিতে গত বছরের ২১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিংয়ে নন-রেসিডেন্সি কোর্সে অধ্যয়নরত চিকিৎসকদের ভাতা প্রদান সংক্রান্ত একটি প্রস্তাব গৃহীত হয়।
এর পরিপ্রেক্ষিতে গত ১ সেপ্টেম্বর ডিপ্লোমা-এমফিল (নন-রেসিডেন্সি) কোর্সে অধ্যয়নরত ২০ সেশনের শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে ভাতা প্রদান করে বিএসএমএমইউ। তবে ভাতা সংক্রান্ত বিল পাস হওয়ার সময় অধ্যয়নরত সকল শিক্ষার্থী এর আওতাভুক্ত হওয়ার কথা থাকলেও ১৯ সেশনের শিক্ষার্থীরা এ ভাতা পাননি।
Discussion about this post