হার্টবিট ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এমডি-এমএস রেসিডেন্সি কোর্স মার্চ-২০২২ সেশনে ফেজ ‘এ’তে অধ্যয়নের সুযোগ পেয়েছেন ৪২ জন বিদেশি চিকিৎসক। এর মধ্যে নেপালের ৩৮ জন, মালদ্বীপের ৩ জন এবং ইয়েমেনের একজন চিকিৎসক রয়েছেন।
মঙ্গলবার (৩০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ডা. জি এম সাদিক হাসান স্বাক্ষরিত নোটিসে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, প্রার্থীদেরকে নোটিসে উল্লেখিত সময়সূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে ভাইভা পরীক্ষার আগে উপস্থিত হতে হবে। সঙ্গে ইন্টার্নশিপ সার্টিফিকেট, সংশ্লিষ্ট মেডিকেল ও ডেন্টাল কলেজের মূল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, আইইএলটিএস সার্টিফিকেট, পাসপোর্ট ও দূতাবাসের অনাপত্তিপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে করে আসতে হবে।
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উল্লেখিত তিন দেশের দূতাবাস, বিএসএমএমইউর সকল অনুষদের ডিন ও চেয়ারম্যান এবং বিএসএমএমইউর পরীক্ষা নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।
Discussion about this post