হার্টবিট ডেস্ক
৪২তম বিশেষ (স্বাস্থ্য) বিসিএসে উত্তীর্ণ এক হজার ৯১৯ জন চিকিৎসকের মধ্যে নন-ক্যাডার পদে নিয়োগে আগ্রহী চিকিৎসকদের অনলাইনে দরখাস্ত আহ্বান করেছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি)। আগামী ৪ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত আগ্রাহী চিকিৎসকরা আবেদন করতে পারবেন।
মঙ্গলবার (১ ডিসেম্বর) বিপিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক নূর আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ‘প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশিত ফলাফলে ৪২তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২০ এর লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু পদ স্বল্পতার কারণে স্বাস্থ্য ক্যাডারের সহকারী সার্জন পদে সুপারিশপ্রাপ্ত নন এমন ১ হাজার ৯১৯ জন প্রার্থীর মধ্যে যারা নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০১০ এবং সংশোধিত বিধিমালা-২০১৪ অনুযায়ী এমবিবিএস যোগ্যতাসম্পন্ন প্রথম শ্রেণির গ্রেড-৯, নন-ক্যাডার পদে চাকরিতে আগ্রহী তাদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহবান করা হচ্ছে।’
এতে আরও বলা হয়, ‘আগামী ৪ ডিসেম্বর শনিবার রাত ১২টা থেকে ১৬ ডিসেম্বর বুধবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বিজ্ঞপ্তির ৪, ৫, ৬ এবং ৭ নম্বর অনুচ্ছেদের নির্দেশনা অনুসরণ করে এমবিবিএস, যোগ্যতাসম্পন্ন নন ক্যাডার পদের জন্য নির্ধারিত ‘application form’ অনলাইনে পূরণ করে জমা দিতে হবে।’
আবেদনপত্র জমাদানের শেষ তারিখ অর্থাৎ ১৬ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদনপত্র পূরণ করে জমা না দিলে নন-ক্যাডার পদের জন্য সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আবেদন পদ্ধতি:
Teletalk Bd Ltd এর ওয়েবসাইট bpsc.teletalk.com.bd অথবা বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd-এ প্রবেশ করলে ৪২তম বিসিএস (বিশেষ) পরীক্ষার প্রার্থীদের জন্য নির্ধারিত Non-cadre application form for 42th BCS (Special) এর লিংক পাওয়া যাবে। সেই লিংকে ক্লিক করলে Non-cadre form দৃশ্যমান হবে। এছাড়া নির্ধারিত ফরমে ইউজার আইডি এবং পাসওয়ার্ডের দুইটি ক্ষেত্র দৃশ্যমান হবে। সেখানেই প্রয়োজনীয় সকল নির্দেশনা পাওয়া যাবে।
Discussion about this post