হার্টবিট ডেস্ক
ষাটোর্ধ্ব ব্যক্তিদের করোনার বুস্টার ডোজ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
মঙ্গলবার (৩০ নভেম্বর) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে করোনাভাইরাসের আফ্রিকান ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ মোকাবিলার প্রস্তুতি সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, যারা ষাটোর্ধ্ব আছে, সিভিয়ার অসুস্থ যারা, তাদের আমরা বুস্টার ডোজের চিন্তা-ভাবনা করেছি। অনেক দেশ ভারত থাইল্যান্ড মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এরা বুস্টার ডোজ দিচ্ছে। আমেরিকা-ইউরোপের মতো উন্নত দেশগুলোতেও দিচ্ছে।’
পিসিআর টেস্টটা আরও জোরদার করার জন্য প্রধানমন্ত্রীর পরামর্শ রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘ র্যাপিড টেস্ট আরও জোরদার করারও পরামর্শ রয়েছে। বুস্টার ডোজের বিষয়েও ওনার (প্রধানমন্ত্রী) সঙ্গে আলোচনা হয়েছে।’
কবে নাগাদ বুস্টার ডোজ দেওয়া হবে- জানতে চাইলে জাহিদ মালেক বলেন, এটা নিয়ে আমাদের মন্ত্রণালয়, ডিজি (স্বাস্থ্য অধিদপ্তর) অফিস বসবে। বসে আমরা দিনক্ষণ ঠিক করবো। আমরা মোটামুটি একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি।
Discussion about this post