হার্টবিট ডেস্ক
গত ২৪ ঘণ্টায় বিশ্বে তিন লাখ ৯০ হাজারের অধিক মানুষ নতুন করে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে ৪ হাজারের অধিক। এখন পর্যন্ত প্রাণঘাতী এ ভাইরাসটি শনাক্ত হয়েছেন ২৬ কোটি ১৭ লাখের বেশি মানুষের দেহে। এতে প্রাণ হারিয়েছেন ৫২ লাখ ১৭ হাজারের অধিক করোনা রোগী।
আজ বুধবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টা পর্যন্ত আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা গেছে।
ওয়েবসাইটটি জানিয়েছে, বিশ্বে গত ২৪ ঘণ্টায় আরও তিন লাখ ৯১ হাজার ৪০৫ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন করে মৃত্যু হয়েছে আরও চার হাজার ৫১১ জন। তবে আরও তিন লাখ সাত হাজার ২২১ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন।
বিশ্বে এখন পর্যন্ত মোট ২৬ কোটি ১৭ লাখ ৫১ হাজার ৬৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৫২ লাখ ১৭ হাজার ১৭৮ জন। তবে ভাইরাসটি থেকে সুস্থ হওয়া মানুষের সংখ্যাও কম নয়। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন মোট ২৩ কোটি ৬৩ লাখ ৭৩ হাজার ৬৪০ জন।
তবে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনা সম্পর্কিত রিসোর্স সেন্টারের তথ্যমতে, এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ২৬ কোটি ১৪ লাখ ৯৫ হাজার ৭১৩ জন। আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৫১ লাখ ৯৯ হাজার ৫৮৫ জন।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশেটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন চার কোটি ৯০ লাখ ৯৯ হাজার ৫৯০ জন। মৃত্যু হয়েছে সাত লাখ ৯৯ হাজার ৪১৪ জনের।
এরপরই রয়েছে ভারত। সাম্প্রতিক সময়ে দেশটির সংক্রমণ পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে তিন কোটি ৪৫ লাখ ৮০ হাজার ৮৩২ জনের শরীরে। মৃত্যু হয়েছে চার লাখ ৬৮ হাজার ৭৯০ জনের।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে দুই কোটি ২০ লাখ ৮০ হাজার ৯০৬ জন। মৃত্যু হয়েছে ছয় লাখ ১৪ হাজার ৩১৪ জনের।
সংক্রমণ ও মৃত্যুর তালিকায় বাংলাদেশের অবস্থান ৩১তম। দেশে এখন পর্যন্ত ১৫ লাখ ৭৫ হাজার ৭৮৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ২৭ হাজার ৯৭৮ জনের। সেরে উঠেছেন ১৫ লাখ ৪০ হাজার ৩১৭ জন।
এছাড়া শনাক্তের তালিকায় চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম স্থানে রয়েছে যথাক্রমে যুক্তরাজ্য, রাশিয়া, তুরস্ক, ফ্রান্স, ইরান, জার্মানি ও আর্জেন্টিনা।
Discussion about this post