হার্টবিট ডেস্ক
উপজেলার ইউনিয়ন পর্যায়ের প্রত্যন্ত অঞ্চলে স্থাপন করা কমিউনিটি ক্লিনিকগুলোতে চট্টগ্রামের ৫ লক্ষাধিক মানুষকে করোনার টিকা প্রয়োগ করা হবে। ৬ দিনের বিশেষ ক্যাম্পেইনে এসব টিকা দেয়া হবে। আজ শনিবার থেকে এ ক্যাম্পেইন শুরু হচ্ছে। চলবে ২ ডিসেম্বর পর্যন্ত।
এই সময়ের মধ্যে প্রতিটি কমিউনিটি ক্লিনিকে স্থানীয় এক হাজার মানুষকে টিকা প্রয়োগের টার্গেট নির্ধারণ করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী
বলেন, চট্টগ্রামের ১৪ উপজেলায় মোট ৫৩৫টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। এসব ক্লিনিকের প্রতিটিতে এক হাজার করে সবমিলিয়ে ৫ লাখ ৩৫ হাজার মানুষকে টিকার প্রথম ডোজ দেয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। শনিবার (আজ) থেকে ২ ডিসেম্বরের মধ্যে কমিউনিটি ক্লিনিকগুলো এই লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকাদান শেষ করবে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, কমিউনিটি ক্লিনিকগুলোতে বিশেষ এই ক্যাম্পেইনে সিনোফার্মের টিকা দেয়া হবে। সুরক্ষা প্লাটফর্মে অনলাইনে নিবন্ধনধারীদের এখানে টিকা দেয়া হবে। টিকা নিতে নিবন্ধন কার্ডের প্রিন্ট কপি সাথে নিয়ে যেতে হবে। তবে জাতীয় পরিচয়পত্র থাকা সত্ত্বেও যারা নিবন্ধন করতে পারেননি, তারা জাতীয় পরিচয়পত্রসহ গিয়ে টিকা নিতে পারবেন।
কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) এ টিকা প্রয়োগ করবেন। কমিউনিটি ক্লিনিকগুলোতে নিয়মিত ইপিআই টিকাদান কার্যক্রম চালু রয়েছে। নিয়মিত ইপিআই কার্যক্রমের আওতায় সপ্তাহে দুদিন এখানে মা ও শিশুদের বিভিন্ন টিকা দেয়া হয়ে থাকে। নিয়মিত ইপিআই কার্যক্রমের দুদিন বাদ দিয়ে বাকি চারদিন বিশেষ এই ক্যাম্পেইনে করোনার টিকা দেয়া হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিায়ছ চৌধুরী।
মোটকথা বিশেষ ক্যাম্পেইনের ৬ দিনের (২৭ নভেম্বর-২ ডিসেম্বর) মধ্যে সুবিধা মতো সময়ে কমিউনিটি ক্লিনিকগুলো তাদের লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা প্রয়োগ সম্পন্ন করবে।
উল্লেখ্য, ইউনিয়ন পর্যায়ের প্রত্যন্ত অঞ্চলে স্থাপন করা কমিউনিটি ক্লিনিকগুলোতে প্রাথমিক স্বাস্থ্য সেবা, পরিবার-পরিকল্পনা সেবা ও পুষ্টি সেবা পায় স্থানীয়রা। এছাড়াও ২৭ ধরণের ওষুধ কমিউনিটি ক্লিনিক থেকে মানুষ বিনামূল্যে পেয়ে থাকে। প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দাদের ঘরের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে এসব কমিউনিটি ক্লিনিক বড় ধরনের ভূমিকা রাখছে বলে মনে করেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
Discussion about this post