হার্টবিট ডেস্ক
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারাদেশে আবারও শুরু হয়েছে কোভিড-১৯ টিকাদান ক্যাম্পেইন। আজ শনিবার ( ২৭ নভেম্বর) শুরু হওয়া বিশেষ এ ক্যাম্পেইন চলবে আগামী ২ ডিসেম্বর পর্যন্ত।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এই ক্যাম্পেইনে ভ্যাকসিনের শুধুমাত্র ১ম ডোজ প্রদান করা হবে।
এর আগে গত ৬ নভেম্বর কমিউনিটি ক্লিনিক পর্যায়ে সপ্তাহব্যাপী বিশেষ কোভিড টিকাদান ক্যাম্পেইন শুরু হয়। সপ্তাহব্যাপী ওই কর্মসূচির আওতাভুক্ত ছিলেন ১৮ বছরের সকল নাগরিক।
তখন প্রান্তিক জনগোষ্ঠীকে টিকার আওতায় আনার জন্য এ উদ্যোগ নেয় সরকার। লক্ষ্য ছিল প্রতিটি কমিউনিটি ক্লিনিকে অন্তত ৫০০ মানুষকে টিকা দেওয়া।
ওই ক্যাম্পেইনে পূর্বে নিবন্ধন করা নাগরিকসহ সবাইকে সিনোফার্মের টিকা দেওয়া হয়।
Discussion about this post