হার্টবিট ডেস্ক
ইউজিসি অধ্যাপক হিসেবে নিয়োগ পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কার্ডিওলজির সাবেক ডিভিশন প্রধান অবসরপ্রাপ্ত অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জি।
আজ বৃহস্পতিবার (২৫ নভেম্বর) এ সংক্রান্ত অফিস আদেশে এমন তথ্য প্রকাশ করেছে ইউজিসি। জানা গেছে, সম্প্রতি ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত হয়।
এ ছাড়াও দেশের খ্যাতিমান দুই শিক্ষক ও গবেষককে ‘ইউজিসি প্রফেসর’ হিসেবে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। তাঁরা হলেন: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক শরীফ এনামুল কবির ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক সুলতান উদ্দিন ভূঁইয়া।
যোগদানের দিন থেকে পরবর্তী দুই বছরের জন্য তাঁরা এই পদে দায়িত্ব পালন করবেন।
নীতিমালা অনুযায়ী, অবসরপ্রাপ্ত খ্যাতিমান শিক্ষক বা গবেষকদের ‘ইউজিসি প্রফেসর’ হিসেবে নিয়োগ দেওয়া হয়। ‘ইউজিসি প্রফেসর’ নিয়োগে শিক্ষা, গবেষণা, প্রকাশনা, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কর্ম অভিজ্ঞতা, গবেষণা কাজে সংশ্লিষ্টতা ইত্যাদি বিষয় বিবেচনা করা হয়।
একজন সিলেকশন গ্রেডপ্রাপ্ত অধ্যাপকের মতোই সর্বোচ্চ সুযোগ-সুবিধা পাবেন ‘ইউজিসি প্রফেসরগণ’।
ইউজিসি জানিয়েছে, শরীফ এনামুল কবির জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এবং সজল কৃষ্ণ ব্যানার্জি ও সুলতান উদ্দিন ভূঁইয়া নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত থেকে গবেষণা কর্মকাণ্ড পরিচালনা করবেন।
Discussion about this post